আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলির ফর্মে না থাকা চিন্তার কারণ নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন মনে করেন, ভারতের চিন্তার কারণ রোহিত-কোহলি নন, ভারতের চিন্তা কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। 

এক সাক্ষাৎকারে টিম পেইন বলেছেন, ''বিরাট এখন ভাল ছন্দে নেই। এটা নিয়ে চিন্তা হওয়ারই কথা। রোহিত শর্মাও ফর্মে নেই। তবে আমার মনে হয় ভারতের দুঃশ্চিন্তার বড় কারণ রোহিত বা কোহলি নন, দুঃশ্চিন্তার নাম গৌতম গম্ভীর। চাপের মুখে গম্ভীর কি আদৌ শান্ত থাকতে পারে? এটাই বড় পরীক্ষা।'' 

অস্ট্রেলিয়ার বিমান ধরার দিন থেকেই বিতর্কে গম্ভীর। সরাসরি গম্ভীর বলে দিয়েছিলেন, ভারতের ক্রিকেট নিয়ে পন্টিং বলার কে!'' গম্ভীরের এহেন মন্তব্যের পর থেকে বিতর্কের ঝড় ওঠে। সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন, ''এর পর থেকে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে না পাঠানোই বুদ্ধিমানের কাজ হবে।''

পন্টিং-গম্ভীর প্রসঙ্গ উত্থাপ্পন করে পেইন বলছেন, ''গম্ভীরের প্রতিক্রিয়া মোটেও আমার ভাল লাগেনি। এটা কোনও ভাল বিজ্ঞাপন নয়। পন্টিং সামান্য একটা প্রশ্ন করেছিল। গম্ভীর মনে হয় নিজের খেলোয়াড় দশা থেকে বেরিয়ে আসতে পারেনি। ও এখনও পন্টিংকে খেলোয়াড় বলেই মনে করছে। কিন্তু বুঝতে হবে পন্টিং এখন ধারাভাষ্যকার। বিশেষজ্ঞ হওয়ার জন্য পন্টিং টাকা পায়। পন্টিং ভুল কিছু তো বলেনি।'' 

ফলে পারথ টেস্টের আগেই বাউন্সার ধেয়ে আসছে ভারতের দিকে। এই স্লেজিং শুরু হয়েছে মাঠের বাইরে। মাঠের ভিতরের স্লেজিং কি সামলাতে পারবেন কোহলিরা?